বাঙালীদের যেমনি দুর্গাপুজো, কালীপুজো তেমনি অবাঙালিদের কাছে ছটপুজোর একটি বিশেষ গুরুত্ব রয়েছে। সেই ছট পুজোতে নিজের রুটি-রুজির টানে বাংলার বিভিন্ন জেলা নদিয়া , বর্ধমান, মুর্শিদাবাদ, কাটোয়া থেকে কুলো শিল্পীরা হুগলি, শেওড়াফুলি বাজারে এসেছেন। ছট পুজোর এই দিনগুলিতে একেকজন কুলো শিল্পী ৪০০ থেকে ৫০০টা কুলো তৈরি করে। ছট পুজো উপলক্ষে প্রত্যেকটি কুলোর বিক্রি করে প্রায় ৫০ থেকে ১০০ টাকায়। মোটামুটি এটি ১৫-২০ লক্ষ টাকার ব্যবসা। এই ব্যবসা দিয়ে হাজার হাজার পরিবারের পেট চলে। কিন্তু আজকে মহামারী করোনা আবহে সেই ভাবে বাঁশের কুলোর চাহিদা নেই। করুণ অবস্থা শিল্পীদের।