এলাকা দখলকে কেন্দ্র করে দুই দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ। আর সেই ছবি ধরা পড়েছে CCTV Camera। এই ঘটনায় Police চারজনকে অ্যারেস্ট করেছে। Howrah র Liluah র চকপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে, চকপাড়া আমরা সবাই তরুণ দল ক্লাবকে দখল করারকে কেন্দ্র করে যে CCTV Footage উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে অস্ত্রশস্ত্র নিয়ে ক্লাবের লোকেদের আক্রমণ করা হয়। এই ঘটনায় লিলুয়া থানার পুলিশ সৌমেন রায়, প্রসেনজিৎ বারিক, অরূপ দে ও সুরজিৎ গোস্বামী এই চারজনকে অ্যারেস্ট করেছে। আর এই আক্রমণের প্রতিবাদ করতে রাস্তায় নেমে পড়ে ক্লাবের সদস্যের পরিবাররা। কিন্তু পরিবার বলে রেহাই দেয়নি দুষ্কৃতীরা, আর এই নিয়ে চলে ব্যাপক মারামারি। তারই ছবি দেখা গিয়েছে CCTV ক্যামেরায়। ক্লাব সদস্যেদের পরিবারের একজন পিংকি দে থানাতে অভিযোগ করেন যে তাঁকে মারধর করা হয়েছে ও তার জামা কাপড় ধরেও টানাটানি করা হয়। বাঁচাতে গিয়ে দুই ছেলেকেও মারধর করে ওই দুষ্কৃতীরা বলে অভিযোগ করছেন পিংকির। অন্যান্য সদস্যের পরিবাররাও মার খেতে হয় দুষ্কৃতীদের হাতে এবং তারা আমাদের ক্যামেরার সামনেই তাদের আঘাতের চিহ্ন ও বক্তব্য তুলে ধরেন।