ভারতের ৯৫ জন মৎস্যজীবী দেশে ফিরেছেন। সোমবার সেই সমস্ত মৎস্যজীবীদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবারই গঙ্গাসাগরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক মৎস্যজীবীর পরিবারের হাতে এদিন ১০ হাজার টাকাও তুলে দেন তিনি। মৃত মৎস্যজীবীর পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দু'মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ৬টি ভারতীয় ট্রলার। তখন ওই ৯৫ জন মৎস্যজীবী বাংলাদেশের জল সীমায় ঢুকে পড়েন। তারপরই বাংলাদেশের উপকূল রক্ষা বাহিনী তাঁদের গ্রেফতার করে। এর পরপরই মৎস্যজীবীদের একটি সংগঠন প্রশাসনের দ্বারস্থ হয়। মৎস্যজীবীদের ঘরে ফেরাতে উদ্যোগী হন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী বলেন, কয়েকজন মৎস্যজীবী খুঁড়িয়ে হাঁটছেন। জিজ্ঞেস করে জানতে পেরেছি ওদের কাউকে কাউকে মারধার করা হয়েছে। হাত বেঁধে মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। হাতে-পায়ে মারা হয়েছে, ওরা আহত। পাশাপাশি, বাংলাদেশ থেকে আগত মৎসজীবীদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।