ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন থেকেই হিংসা ছড়িয়েছিল মুর্শিদাবাদে। সেই জেলাতে দাঁড়িয়েই মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'ওয়াকফ নিয়ে আমাদের এখানে কোনও প্রশ্ন নেই। এই নিয়ে আমি কিছু বলব না। ওয়াকফ নিয়ে বলার থাকলে দিল্লিতে যান। বাংলায় আমি আছি মাথায় রাখবেন।' তিনি আরও জানান, 'আমি হিন্দু, মুসলিম , শিখ, খ্রিস্টান কারও জমি অধিগ্রহণ করি না। আপনার অধিকার রক্ষার গ্যারান্টি আমাদের। কথা দিন কারও কথায় দাঙ্গা করবেন না। দাঙ্গা করলে সবাই যদি থাকেও, দিদি থাকবে না। আমি আলো চাই, অন্ধকার নয়।'