BSF জওয়ান পূর্ণম সাউকে এখনও ফেরায়নি পাকিস্তান। তা নিয়ে উদ্বিগ্ন জওয়ানের পরিবার। তবে এবার তাদের পাশে থাকার আশ্বাস দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। রবিবার রাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় জওয়ানের স্ত্রী রজনীর। প্রায় পাঁচ মিনিট কথা হয় দুজনের মধ্যে। রজনী জানান, তিনিই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আর্জি জানিয়েছিলেন সরকারের কাছে। রজনীর দাবি, মুখ্যমন্ত্রী তাঁর স্বামীকে ফিরিয়ে আনার সবরকম চেষ্টা করছেন বলে জানিয়েছেন। গত ২৩ এপ্রিল পঞ্জাবের ফিরোজপুরে ভুলবশত পাক সীমান্তে ঢুকে পড়েন রিষড়ার বাসিন্দা BSF জওয়ান পূর্ণম সাউ। সেই থেকে পাকিস্তানের জওয়ানদের হাতে আটক তিনি।