আরজি কর-কাণ্ডে সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের সাজা হল না, আমৃত্যু কারাদণ্ডের সাজা শিয়ালদা আদালতের। বিচারক জানান, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হল সঞ্জয়ের। এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে মনে করছেন না বিচারপতি। আরজি কর-কাণ্ডে রায় শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে তিনি দোষীর ফাঁসি চেয়েছিলেন। তিনি আরও বলেন, 'আমরা প্রথমদিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম। এবং আজও আমরা সেই দাবিতেই অনড়।