কাঁপিয়ে দিচ্ছে শীত। মাঝে ২-১ দিন তাপমাত্রার গ্রাফ কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও, ফের খেল দেখাতে শুরু করেছে ঠান্ডা। আর সঙ্গে শিরশিরানি হাওয়া যেন বঙ্গবাসীকে আরও জুবুথুবু করে দিয়েছে। সোমবার আলিপুর আবহাওয়া দফতর জানায়, শীতল দিনের পরিস্থিতি রয়েছে রাজ্যের নয় জেলায়। North Bengal র Malda, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এবং South Bengal র Bankura, Birbhum, পূর্ব-পশ্চিম বর্ধমান, Murshidabad ও Nadia জেলায় শীতল দিনের পরিস্থিতি রয়েছে। মঙ্গলবার শহর Kolkata ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস কম। সকাল থেকে বেলার দিক পর্যন্ত আকাশে কুয়াশার প্রভাব থাকলেও, বিকেলের দিক থেকে আকাশ মূলত পরিচ্ছন্নই হয়ে যাবে।