সম্প্রতি দলের এক সাংগঠনিক সভা থেকে ভরতপুরের ওসিকে ৪৮ ঘন্টার মধ্যে বদলির হুমকি দিয়েছিলেন এলাকার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সোমবার পুলিশের পক্ষ থেকে বিধায়কের বিরুদ্ধে সুয়োমোটো মামলা করা হয়েছে। এবার সেই হুমায়ুন কবিরের বক্তব্য প্রসঙ্গে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন মুর্শিদাবাদে কংগ্রেসের ১৩৭ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'তৃণমূলের সব নেতারাই এই ধরনের মন্তব্য করেন। বাংলায় এই সরকার পুলিশ প্রশাসনকে পরিচালনা করে। পুলিশও এই সরকারের দাসত্ব করে। কদিন পরে হয়তো আমরা দেখব এসপি ও ডিএম পদেও তৃণমূল নেতা বসেছেন। তাই হুমায়ুন কবির এটা বলতে পেরেছেন। হুমায়ুনের একটাই দোষ তিনি মিডিয়ার সামনে প্রকাশ্যে বলেছেন। অন্য নেতারা আড়ালে বলেন। তাই হুমায়ুন কবিরকে দোষ দিয়ে লাভ নেই।'