মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থন করা নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, 'করতেই পারেন দিদি তো কোনওদিন কংগ্রেসের জন্য কিছু করেননি, গত লোকসভা নির্বাচনে ইন্ডিয়া ব্লকের সদস্য হয়েছে, কিন্তু ইন্ডিয়া ব্লককে ভোট দাও বলে,বাংলার বাইরে একটা কথা কোনও দিন বলেননি। ওনি ইন্ডিয়া ব্লকের সদস্য হিসেবে, ইন্ডিয়া ব্লককে ব্যবহার করেছিলেন বিজেপির বিরুদ্ধে ভোট সংগ্রহের জন্য। এটা একটা চালাকি ছিল।' তিনি আরও বলেন,' আমি কেজরিওয়াল সাহেবকে একটা কথা বলতে চাই আর যাই করুন দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন নিলে হিতে থেকে বিপরীত বেশি হবে।'