বিগত কয়েকদিন ধরে বাংলায় টানা বৃষ্টি চলছে। থামার নামগন্ধ নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ যে নিন্মচাপ তৈরি হয়েছিল তা বর্তমানে সরে উত্তর ছত্রিশগড়ে অবস্থান করছে। 24 ঘন্টার মধ্যে সরে তা পূর্ব মধ্যপ্রদেশে চলে যাবে। তারপর শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এরই সঙ্গে বাংলায় মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। মৌসুমী অক্ষরেখা ঝাড়খণ্ডের পর পুরুলিয়া কাঁথি হয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। নিম্নচাপ সরলেও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।