লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দম্পতির। ঘটনাটি হাওড়ার বাঁধাঘাটের। হাওড়া বাঁধাঘাট থেকে আহিরিটোলা যাওয়ার সময় মাঝ গঙ্গায় ঝাঁপ দেয় ওই দম্পতির। লঞ্চ কর্মীদের তৎপরতায় উদ্ধার করা হয়। হাওড়ার লিলুয়ার ভট্টনগরের বাসিন্দা তাঁরা।