আজ ২৬ জুন আগাম সর্তকতা ছিল গঙ্গায় ভরা কোটালে জোয়ারের বান আসবে! হাওড়ার গঙ্গার ঘাট গুলিতে প্রচুর মানুষের ভিড় দেখা যায়! ভরা কোটালে বানের দৃশ্য দেখার জন্য! ছোট কচিকাঁচারা থেকে বড়রাও মোবাইল ক্যামেরা হাতে হাজির থকতে দেখা যায়! ইতিপূর্বেই হাওড়া প্রশাসনের তরফ থেকে গঙ্গাপাড়ের সমস্ত মানুষজনকে সতর্ক করে দেয়া হয়েছিল! হাওড়ায় বিভিন্ন লঞ্চকে গঙ্গার মাঝখানে সুরক্ষিত ভাবে লঙ্গর করতে দেখা যায়। ১১ বেজে ১০ মিনিট নাগাদ গঙ্গায় জোয়ারের জল আছড়ে পড়ে।