গাঙ্গেয় West Bengal এর উত্তরভাগে সক্রিয় ঘূর্ণাবর্ত। এই সক্রিয় ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত Andhra Pardesh উপকূল পর্যন্ত। এই অক্ষরেখা ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার, পাঁচই মে চার জেলাতে ঝড় বৃষ্টির প্রভাব বেশি থাকবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস তার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি থাকবে পূর্ব বর্ধমান, Birbhum, Nadia ও Murshidabad জেলাতে। বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস এ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।