দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। একটা যেতে না যেতেই দরজায় নতুন করে দুর্যোগ এসে হাজির। সম্প্রতি গাল্ফ অফ থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। যা এই মুহূর্তে উত্তর আন্দামান সাগরের মায়ানমার উপকূলে অবস্থান করছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই সিস্টেম আগামী 24 ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে বাংলার বেশ কিছু জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলের জেলাগুলিতে 5 ও 6 নভেম্বর বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।