আবারও দুর্যোগের মুখে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন। সম্ভাব্য ঘূর্ণিঝড় জাওয়াদ-এর মোকাবিলায় তৎপরতা শুরু করল প্রশাসন। আজ সকাল থেকে ব্লক প্রশাসন ও মৎস্য দফতরের পক্ষ থেকে সতর্কতা প্রচার শুরু হয়েছে। আগামীকাল ৩ ডিসেম্বরের মধ্যে নদী ও সমুদ্র থেকে সমস্ত মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। কৃষকদের জন্য পাকা ধান মাঠ থেকে তুলে নিতে বলা হচ্ছে। এছাড়া উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হচ্ছে। সব ফ্লাড সেন্টারগুলি তৈরী রাখছে প্রশাসন। শনিবার থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার থেকে শুরু হচ্ছে অমাবস্যার কোটাল। ফলে নিম্নচাপ ও কোটালের জোড়া ফলায় আতঙ্কিত সুন্দরবনবাসী।