ল্যান্ডফল করতে চলেছে ঘূর্ণিঝড় রিমাল। বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে জারি করা হয়েছে সতর্কতা। সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে দফায় দফায় চলছে বৃষ্টি, কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। ঘূর্ণিঝড়ের প্রভাব সুস্পষ্ট দিঘার সমুদ্র সৈকতেও। সকাল থেকেই চলছে জলোচ্ছ্বাস, দাপট রয়েছে বড় বড় ঢেউয়েরও। পর্যটকরা ভিড় জমালেও, প্রশাসনের তরফে চলছে মাইকিং। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। স্নানের ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। দেখুন সেই উত্তাল পরিস্থিতির ভিডিও।