পূর্বাভাসকে সত্যি করে ঝেঁপে বৃষ্টিতে ভিজল বাংলা। একটু হলেও গরমের হাত থেকে মিলল স্বস্তি। এরই মধ্যে আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল ওয়েদার অফিস। আবহাওয়া দপ্তর বলছে 50 KM গতিবেগে ধেয়ে আসছে ঝড়। কারণে সাগরে তৈরি হচ্ছে সাইক্লোনিক সার্কুলেশন। কিন্তু ঝড় বৃষ্টির মাঝেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আকাশও থাকবে আংশিক মেঘলা। হাওয়া অফিস বলছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামী রবি থেকে সোমবার পর্যন্ত।