কালীপুজোর আগেই ফের বিপদ ঘনাচ্ছে বাংলায়। দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। এই ঘুর্নাবর্ত 24 অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হবে। এই সিস্টেম উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এবং আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন চার জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।