উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে বৃহস্পতিবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে 24 জুলাই, বৃহস্পতিবার থেকে 28 জুলাই, সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেইসঙ্গে পাঁচ থেকে ছয় জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকে সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে। আর নিম্নচাপের প্রভাবে উত্তর ও মধ্য বঙ্গোপসাগর উত্তাল থাকবে। প্রতি ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের বুধবার সন্ধ্যার মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে বাংলা এবং উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।