মুর্শিদাবাদের সুতির ছাবঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয় প্রাঙ্গনে সরকারি অনুষ্ঠান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঙ্গার বিরোধিতায় মমতা এদিন বলে, "মা-বোনেরা দাঙ্গা রুখবেন। আপনারা দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনও ধর্মীয় সংগঠন, মৌলবাদীদের কথা শুনে ভাগাভাগি করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন আমার হৃদয়টা আলাদা করে দিন। আমি দাঙ্গা চাই না। আমি দাঙ্গার বিরুদ্ধে। বাইরে থেকে লোক এনে দাঙ্গা করানো হয়। কারও কথায় দাঙ্গা করলে দিদি আপনার কাছে থাকবে না। দাঙ্গা রুখলে দিদি আপনার সঙ্গে থাকবে। আমরা শান্তি চাই।"