আগামী ৩০ এপ্রিল দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন। তার দুই দিন আগে, সোমবার দিঘা পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁর চপার হেলিপ্যাডে অবতরণ করে। এরপরেই সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, ৩০ এপ্রিল দুপুর আড়াইটে থেকে তিনটের মধ্যে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন হবে।