'নিশানা তো তৃণমূলকেই করব', ২১শে জুলাইয়ের সকালে খড়্গপুরের কনকদুর্গা মন্দিরে পুজো দিয়ে মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। পাশাপাশি শ্রাবণের প্রথম সোমবার হওয়ায় শিবের পুজো দিয়ে হোম যজ্ঞও করেন তিনি। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'নিশানা তো আমরা তৃণমূলকেই করব। আজ পশ্চিমবঙ্গের যে দুর্দশা, খুন-ধর্ষণ-লুটপাট চলছে এটা টিএমসি করছে। সেজন্য টিএমসির বিরুদ্ধে লড়াই আমাদের চলেছে। যতদিন এই সরকার থাকবে ততদিন লড়াই চলবে। এই যে শহিদ দিবসের নামে ওরা ড্রামা করে, ডিম ভাতের প্রোগ্রাম। এটা আর চলবে না। আগামী বছর থেকে টিএমসি নিজেই শহিদ হয়ে যাবে।' পাশাপাশি অনুব্রত মণ্ডলকে ২১-এর সভা মঞ্চে ঢুকতে না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'মমতা ব্যানার্জিই এটা করেছেন। এরকম দাগি লোকেরা এসে গেলে ওটাই আলোচনা হবে। মমতা ব্যানার্জির নাম আর কেউ নেবে না। কতজনকে বাদ দেবেন ? তাহলে তো পুরো ডায়েসটা ফাঁকা করে দিয়ে উনাকে একাকেই বসতে হবে। আর কেউ আসতে পারবে না। কারণ পুরো পার্টিটাই তো দাগি হয়ে গেছে।'