সাতে পাকা বাঁধা পড়তে চলেছেন দিলীপ ঘোষ। তবে গোপীবল্লভপুরে গ্রামের বাড়িতে কোনও খবর নেই। জানেন না ভাই হীরক ঘোষ। দিলীপ বললেন,'সংবাদ মাধ্যমে দেখলাম। তবে দাদার তরফে কোনও খবর পাইনি। দাদা থাকে কলকাতায়। কে কার কাছ থেকে অনুমতি নিল, জানি না। মা ওখানে আছে। অনুমতি দিয়ে থাকতে পারেন'