ধর্মতলায় ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে বাংলা ভাষায় কথা বললেই বাঙালিদের উপর হামলা হচ্ছে, বাংলাদেশি বলে দাগিদে দেওয়া হচ্ছে বলে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে বিষোদগার করেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী থেকে শুরু করে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেদিনই খড়গপুরের শহিদ দিবসের মঞ্চ থেকে পাল্টা মমতা ব্যানার্জীকে নিশানা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।