কৃষ্ণনগর পৌরসভার নাজিরা পাড়া এলাকায় নীল দুর্গা বাড়িতে মা দুর্গা পূজিত হন অপরিজিতা রূপে। যার ফলে এখানে দুর্গা প্রতিমার গায়ের রং অতসী বর্ণের বদলে নীল বর্ণের হয়ে থাকে। হিন্দু ধর্মের প্রাচীন মার্কেন্ডিয় পুরানে অপরিজিতা রূপে মা দুর্গার এই নীল বর্ণের উল্লেখ রয়েছে। শাস্ত্রমতে প্রাচীন সেই রীতিকে মান্যতা দিয়েই মূলত প্রতিবছর কৃষ্ণনগরের নীল দুর্গা বাড়ির মন্দির প্রাঙ্গণে দেবী দুর্গার নীল বর্ণের মূর্তির আরাধনা করেন পরিবারের সদস্যরা। যদিও এই পরিবারের সুপ্রাচীন নীল বর্ণের দুর্গা প্রতিমার নেপথ্যে রয়েছে অলৌকিক এক কাহিনী।