গণতন্ত্রের ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধানুষ্ঠান। অভিনব প্রতিবাদ দুর্গাপুরের কংগ্রেস কর্মীদের। রীতিমতো শ্রাদ্ধের মন্ত্র উচ্চারণ করে, রীতি মেনে পুজো দিয়ে চলল প্রতিবাদী কর্মসূচি। 2017 সালের 13 ই অগস্ট দুর্গাপুর পৌরনিগমের নির্বাচনে মোট 43টি ওয়ার্ডে নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে ভোট লুটপাটের অভিযোগ উঠেছিল। সেই থেকেই এই দিনটিকে বিরোধীরা কালা দিবস হিসাবে পালন করে আসছে । 6 বছর পরে রবিবার কংগ্রেসের পক্ষ থেকে এক অভিনব কর্মসূচি দেখে হতবাক শিল্প শহরের বাসিন্দারা। পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণ। পুরোহিতের মন্ত্র উচ্চারণে উঠে এল ভৈরব বাহিনী, চৌর্য গোত্র, ওম গণতন্ত্রায় নমঃ ইত্যাদি। এদিকে লুচি মিষ্টি সহ ভোজও সারা হল।