মঙ্গলবার নির্যাতিতার সহপাঠীকে নিয়ে দুর্গাপুরের ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। করা হয় ঘটনার পুনর্নির্মাণ। দুর্গাপুরের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুবীর দের নেতৃত্বে ঘটনার পুনর্নির্মাণ চলে। বন্ধুটির ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। মেলানো হচ্ছে নির্যাতিতার সঙ্গে তাঁর বয়ান। জানা গিয়েছে, এদিন সকালে প্রথমে ৫ অভিযুক্তকেও ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল।