সোনামুখী থেকে বিষ্ণুপুরগামী রাস্তার দুপাশে চোখ মেললেই ধরা পড়বে সবুজ বনানী। সারি সারি শাল, পলাশ, শিমুল এবং ইউক্যালিপটাস দিয়ে ঘেরা জঙ্গল। আধুনিক যুগে নবীন প্রজন্মের কাছে শরীরচর্চা একটা অবিচ্ছেদ্য অংশ। শরীরচর্চা করার মতন উপযুক্ত কোনও স্থান না থাকাতে বাঁকুড়া সোনামুখীর বলরামপুরের একদল যুবকেরা জঙ্গলের মধ্যে তৈরি করে ফেলেছে ইকো জিম। না এই জিম কোনও আধুনিক সাজ সরঞ্জাম দিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা নয়, এখানে ব্যবহার্য প্রত্যেকটা যন্ত্রপাতি দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিস দিয়েই তৈরি।