ভরা বর্ষায় জঙ্গলে খাবারের আকাল। মাঠেও সে রকম কিছু নেই। ধান রোঁয়া চলছে। শুক্রবার খাবারের সন্ধানে সাত সকালেই লোকালয়ে ঢুকে পড়লো দলছুট দাঁতাল (Eelphant)। সকালে ঘুম থেকে উঠে হাতিকে ঘরের সামনে দেখে আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কুশমাড় তেঁতুলিয়া ও রামপুরা গ্ৰামে দাঁতাল প্রবেশ করতে ভয়ে এদিক ওদিক ছুটে বেড়ান গ্রামবাসীরা।