পানচাষীদের দাবি মেনে দীর্ঘ পাঁচ বছর পর মেচেদায় থামল হাওড়া আমেদাবাদ এবং হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। খুশি গোটা পূর্ব মেদিনীপুর জেলার পান চাষী এবং যাত্রীরা। পূর্ব মেদিনীপুর জেলায় সব থেকে বেশি কৃষিপন্য উৎপন্ন হয় পান ও বিভিন্ন ফুল । আর এই উৎপাদিত কৃষিপন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রপ্তানি করা হয়। মেচেদা স্টেশনে বেশকয়েকটি দূরপাল্লার ট্রেন দাঁড়ানোর দাবি ছিল ব্যবসায়ীদের। তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলির উদ্যোগে অবশেষে মেচেদা স্টেশনে ট্রেন থামা শুরু হল। খুশি ব্যবসায়ীরা।