Munna Bhai MBBS ছবির কথা মনে পড়ে? যেখানে হিরো Sanjay Dutt কেমন তাঁরা বাবা মায়ের কাছে নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিতেন। তবে শুধু ছবিতে নয়, বাস্তবেও অনেক সময় এমনটা ঘটে যায়। বিভিন্ন জায়গা থেকে মাঝেমধ্যেই Fake Doctor ধরা পড়ার সমনে আসে। এবার সেই তালিকায় নতুন এক সংযোজন। Uttar Pradesh র বাস্তি জেলা হাসপাতালে এক ঘটনা সামনে এসেছে, যেখানে জরুরি বিভাগে রোগীদের চিকিৎসারত এক ভুয়ো ডাক্তার ধরা পড়ে যায়।