নুনেও ভেজাল। বিষ্ণুপুরের পাঁচটি গুদামে হানা দিয়ে একটি নামী সংস্থার ভেজাল ২০০০ প্যাকেট নুন উদ্ধার করলো বিষ্ণুপুর থানার পুলিশ এবং নুন কোম্পানির নিযুক্ত বেসরকারি তদন্তকারী অফিসাররা। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ময়রাপুকুর ও ঝাপড় মোড় এলাকার ঘটনা। জানা গিয়েছে, বিষ্ণুপুর শহরের বিভিন্ন বাজারে নকল নুনের রমরমার খবর আসছিল দেশের একটি নামী নুন প্রস্তুতকারী সংস্থার কাছে। তাদের প্যাকেটের অবিকল নকল করে অপেক্ষাকৃত অনেক নিম্ন মানের নুন বাজারে ছড়িয়ে দিয়ে মুনাফা করছে একশ্রেণীর অসাধু কারবারি। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসে ওই সংস্থা। নকল ব্র্যান্ড ব্যবহার করে নুন মজুতকারী ও তা বাজারে সরবরাহকারীদের শনাক্ত করতে নিয়োগ করা হয় একটি বেসরকারি তদন্তকারী সংস্থাকে। ওই তদন্তকারী সংস্থা তদন্ত করে জানতে পারে বিষ্ণুপুরের ময়রাপুকুর ও ঝাপড় মোড় এলাকার পাঁচটি গুদামে ওই নুন মজুত করা হচ্ছে। এরপরই বিষ্ণুপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে শনিবারে রাতে হানা দেন ওই গুদামগুলিতে। গুদামগুলি থেকে বিপুল পরিমাণ নুন উদ্ধার করা হয়। মজুতকারী পাঁচ জন ব্যবসায়ীর বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয় বিষ্ণুপুর থানায়। তদন্তকারীদের দাবি, নামী ব্র্যান্ডের অবিকল নকল প্যাকেটে ট্রেডমার্ক বিহীন নিম্ন মানের নুন বিক্রি ও সরবরাহ করার অভিযোগ জানানো হয়েছে ওই পাঁচ জনের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যবসায়ীদের দাবি, ট্রেড মার্ক বিহীন ওই নুন বিক্রি বা মজুত করা বেআইনি তা তাঁরা জানতেন না। এরপর থেকে এই ধরনের নুনের প্যাকেট বিক্রি করবেন না বলে জানান ব্যবসায়ীরা।