ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঘুরছে না ফ্যান। প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছেন হাসপাতালে ভর্তি রোগীরা। পরিস্থিতি এমনই রোগীর বাড়ির লোকেদেরই পাখা করতে হচ্ছে স্বস্তি দিতে। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এভাবে ফ্যান বন্ধের খবর শুনে হাসপাতালে যান ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ও স্থানীয় নেতৃত্ব। হাসপাতালের পরিষেবা ও ফ্যান বন্ধের বিষয়টি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়লেন পুঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ও স্থানীয় নেতৃত্ব। এই বাক বিতণ্ডার Video Viral হয়েছে Social Media য়। এই ঘটনা Purulia র পুঞ্চা ব্লকের পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের।