অজয় নদের বাঁধ ভেঙে জলমগ্ন পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই প্রায় ৩০ থেকে ৪০ টি মাটির বাড়ি ভেঙে পড়ার খবর মিলেছে। জলের তলায় চলে গিয়েছেন প্রচুর পরিমাণ চাষের জমি। ভিটেমাটি হারিয়ে বেশ কিছু পরিবার জিনিসপত্র গবাদি পশু নিয়ে ভাঙা বাঁধেই আশ্রয় নিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে। আর বেশ কিছু পরিবারকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে স্কুলের রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। ঘর ছেড়ে নদীর বাঁধে আশ্রয় নিয়েছে প্রায় ২০০ টি পরিবার। ঘটনাস্থলের উপরে নজরদারি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা টিম।