I-PAC এর অফিস এবং ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে ED রেড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন গিরিরাজ সিং। তিনি বলেন, 'কী এমন গুপ্ত জিনিস রয়েছে ওই ফাইলে? আপনি কি ভয় পাচ্ছিলেন? চোরের মায়ের বড় গলা!' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে আক্রমণ শানালেন গিরিরাজ সিং।