রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে গেলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনদিনের উত্তরবঙ্গ সফর রাজ্যপালের। তিনদিনের সফরের প্রথমদিনে ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন রাজ্যপাল। বৃহস্পতিবার, সকাল ১০টা নাগাদ তিনি সেখানে যান। তাকে গার্ড অফ অনারের মাধ্যমে স্বাগত জানান BSF জাওয়ানরা। তারপর BsF এর কার্যালয় তিনি ঘুরে দেখেন। BSF এর আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বর্ডার এলাকায় BSF জওয়ানরা কিভাবে কাজ করছে তাদের কোনো সমস্যা রয়েছে কি না তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন।