সাত সকালে ঘুম ভাঙতেই আতঙ্ক আসানসোলের জামুরিয়ায়। মাটি ফেটে গলগল করে বেরোচ্ছে ধোঁয়া। ধোঁয়ায় ঢেকে গিয়েছে জামুড়িয়ার কেন্দার ধাওড়া পাড়ার বিস্তীর্ণ এলাকা। সমস্যায় এলাকাবাসী। স্থানীয় সূত্রে খবর ওই এলাকার পাশেই রয়েছে ইসিএলের ওয়েস্ট কেন্দা খোলামুখ খনি। শুক্রবার গভীর রাত থেকে সেই খনির পাশেই মাটির ফেটে ধোঁয়া বেরোচ্ছে। ফলে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি তাদের দাবি প্রশাসন এবং ইসিএল কর্তৃপক্ষের এ বিষয়ে কোনও তৎপরতা নেই। এর আগেও এরকম ঘটনা ঘটেছে। এবং তাদের পুনর্বাসন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও, তা এখনও বাস্তবায়িত হয়নি।