গাছেই সারছে 64 রকমের রোগ! এমনই দাবি ঘিরে উত্তাল উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ময়না গ্রাম। সেখানে এই ‘গাছের ওষুধ’ সংগ্রহে এখন ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। সকাল থেকে রাত। অবিশ্বাস্য ভিড়ে কার্যত মেলার চেহারা নিয়েছে গোটা এলাকা। রোগীরা দূরদূরান্ত থেকে ছুটে আসছেন। তাঁদের বিশ্বাস, এই ওষুধেই নাকি মিলছে দুরারোগ্য ব্যাধির চিকিৎসা। গ্রামের এক যুবক অপরূপ বৈদ্য নাকি প্রথমে ‘স্বপ্নাদেশে’ গাছের এই গুণাবলি সম্পর্কে জানতে পারেন বলে দাবি করেন। সেই থেকেই রোগ সারাতে এই ওষুধ ব্যবহারেই মেলে ফল। এরপর থেকেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তাঁর এই বিশেষ গাছ ওষুধের কথা। কেউ কেউ বলছেন, এই গাছের ছোঁয়ায় তাঁদের বহুদিনের রোগও সেরে গিয়েছে।