বৃহস্পতিবার পর্যন্ত Heat Wave র সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে। সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। উপরের জেলাতে বৃষ্টি আর নিচের জেলায় তাপপ্রবাহ থাকবে উত্তরবঙ্গে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী ৪/৫ দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগর, মলদ্বীপ এবং দক্ষিণ বঙ্গোপসাগরের আরও বেশি এলাকায় প্রভাব বিস্তার করবে। এই সময়ের মধ্যেই মধ্যেই বঙ্গোপসাগরে পৌঁছে যেতে পারে বর্ষা। উত্তরপূর্ব আসামে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত।