প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বিপদ সীমার উপর দিয়ে বইছে নদী। রাস্তায় ধস নেমেছে। ভেসে গিয়েছে বড় গাড়ি, এমনকী চার টনের গণ্ডারও ভেসে গিয়েছে। দুর্যোগ মোকাবিলায় কাজ করছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই পরিস্থিতিতে সোমবার, ছয়ই অক্টোবর উত্তরবঙ্গে পৌঁছাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কিন্তু শুধু বাংলাই নয় ভুটানের অবস্থাও কার্যত লণ্ডভণ্ড। ওয়াং নদীর টালা বাঁধের গেট না খোলায় বাড়ছে বিপদ। প্রবল বৃষ্টিতে ভুটানের টালা বাঁধের জল উপচে পড়েছে। তার উপর দিয়েই বইছে নদী। এই বিষয়টি জানিয়ে এবার পশ্চিমবঙ্গকে সতর্ক করল ভুটান। কারণ ভুটানের আশঙ্কা প্রবল জলের চাপে ভেঙে যেতে পারে বাঁধ। আর বাঁধ ভেঙে গেলে ভেসে যাবে ডুয়ার্সের ভুটানঘাট-সহ বিস্তীর্ণ এলাকা। সেই কারণেই এই সতর্ক করা হয়েছে।