ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিল্কিগড়ে ডুলুং নদীর উপর থাকা সেতুর ওপর দিয়ে বইছে জলের স্রোত। যার ফলে জামবনি ব্লকের সঙ্গে জেলা শহর ঝাড়গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির জেরে ডুলুং নদীতে জল বাড়ছে। যার ফলে জামবনি ব্লকের চিল্কিগড়ে ডুলুং নদীর উপর থাকা সেতুর ওপর প্রবল বেগে জলের স্রোত বইছে।