সাইক্লোন অশনিকে ঘিরে দুশ্চিন্তার মেঘ ক্রমশ ঘনাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসের ২১ তারিখে এই সাইক্লোন আছড়ে পড়বে আন্দামান দ্বীপপুঞ্জে। তবে এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য কোনও সতর্ক বার্তা দেওয়া হয়নি। বিগত কয়েকদিন ধরেই এ রাজ্যের তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। হাওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৩-৪ দিনে তাপমাত্রা আরও বাড়বে।