শ্রীরামপুর আটের পল্লি প্রতিবারই দুর্গাপুজোর থিমে চমক দেয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবছর এই পুজো মণ্ডপের থিম 'শরশয্যায় ষড় রিপু।' এই ষড় রিপুর দহন থেকে কীভাবে মুক্তি সম্ভব, কীভাবে সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব- তাই দেখানো হবে এবারের থিমে।