প্রয়াগরাজে কুম্ভস্নান করে প্রচারে এসেছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেদিন গেরুয়া পোশাক পরেছিলেন তিনি। আর আজ বাঁশবেড়িয়ার ত্রিবেণী কুম্ভতে দেখা গেল তাঁকে। যদিও এখানে স্নান করেননি তিনি। সপ্তর্ষি ঘাটে গঙ্গার জল ছিটিয়ে পুণ্য অর্জন করেন 'দিদি নাম্বার ওয়ান'। সবুজ পোশাক পরেছেন কেন? উত্তরে রচনা বলেন, 'আজকে বুধবার ৷ এদিন আমি সবুজ পরি । প্রত্যেকটা দিন অনুযায়ী বিভিন্ন রঙের জামা কাপড় পরি আমি । আমি কালার থেরাপি করি ৷