বেহাল রাস্তা ঠিক করার দাবিতে বৈদ্যবাটিতে তৃণমূল বিধায়ক তথা পুরসভার প্রশাসককে ঘেরাও করে বিক্ষোভ এলাকাবাসীদের। এদিন জিটি রোডে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। অবরোধ দীর্ঘস্থায়ী হওয়াকে কেন্দ্র করে পথচারী এবং অবরোধকারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। তৈরি হয়ে চরম বিশৃঙ্খলা। অবশেষে বিধায়ক শীঘ্রই রাস্তা মেরামতের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।