হুগলি ব্রাঞ্চ স্কুলের ফার্স্ট বয় শুভদীপের সঙ্গে ব্যান্ডেল কাপাসডাঙ্গা বাসিন্দা সুপ্রিয়র বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নজরে আসে শুভদীপের মায়ের। তিনি ছেলের মোবাইলের হোয়াটসঅ্যাপে মেসেজ দেখে ফেলেন। শুভদীপের মা সুপ্রিয়র মা-বাবাকে বিষয়টি জানাতে তার বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু, বাড়ি গিয়ে সুপ্রিয়র পরিবারের কাউকে পাননি। তখন তিনি ফোনে সুপ্রিয়র মায়ের সঙ্গে কথা বলেন। এরপর বাড়ি ফিরে আসেন। কিন্তু, এসে দেখেন শুভদীপ বাড়িতে নেই। ঘটনায় থানায় নিখোঁজ ডায়েরি করেছেন তিনি। দুশ্চিন্তায় গোটা পরিবার।