বেড থাকার পরও স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি নিতে চাইল না হাসপাতাল। ফেরানো হল রোগীকে। আর এই ঘটনার পর ধুন্ধুমার কান্ড হাসপাতাল চত্বরে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে ফ্রিতে চিকিৎসা পরিষেবা দিতে স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছিলেন। কিন্তু সেই কার্ডকেই মান্যতা দিচ্ছে না কোনও হাসপাতাল। আর তাতে করে বিপদের মুখে পড়তে হচ্ছে রোগী ও রোগীর পরিবারকে। ঠিক এই ঘটনাটা ঘটেছে হাওড়ার শিবপুরে।