কলকাতায় BLO রা ফিল্ডে নেমে পড়েছেন। রাসবিহারী এলাকায় বাড়িতে বাড়িতে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও-রা। BLO দায়িত্বে থাকা রাজেশ সিং জানালেন, ফর্মটি কীভাবে ফিলআপ করতে হবে। ফর্মে কী কী রয়েছে, কীভাবে ফিল আপ করতে হবে,শুনে নিন বিএলও-র মুখেই।