ফের আগুন হাওড়ার ডোমজুড়ে। মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ ডোমজুড়ের কাটলিয়া প্রজেক্ট এরিয়ায় একটি বন্ধ কারখানায় আগুন লাগে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন দেখতে পেয়ে ডোমজুড় থানা ও দমকলকে খবর দেয়। পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। বন্ধ কারখানায় কিভাবে আগুন লাগল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকলের আধিকারিকরা।