মমতার অভিষেকের মধ্যে কি কোনও বিভাজন রয়েছে? মানে তাদের মধ্যে কোনও দূরত্ব রয়েছে কি? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কিন্তু এই গোটা ঘটনাকে নিয়ে এবার বিস্ফোরক কথা শোনা গেল হুমায়ুন কবিরের গলায়। যারা শৃঙ্খলা দলের ভঙ্গ করে তারাই শৃঙ্খলা রক্ষা কমিটিতে আছে বলে বিস্ফোরক হুমায়ুন কবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মধ্যে এই নেতারাই বিভাজন তৈরির চেষ্টা করছেন, কারণ না হলে কাজ না করে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে কুমন্তব্য করে দলে থাকতে পারবেন না বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি আশঙ্কা করেছেন এই সব মন্তব্যের জন্য তার প্রাণহানিও হতে পারে। আমাকে প্রভাবশালীরা মেরে ফেলতে পারে বলে বিশাল অভিযোগ করেছেন তিনি। যাকে একেবারে বিস্ফোরক অভিযোগ।